মানিকগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

dead body
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী তারাশিমা পোশাক কারখানা সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

আজ (১১ আগস্ট) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরে মহাসড়কের নয়াডিঙ্গী এলাকা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, মরদেহের পরনে থাকা পোশাক ও তার শারীরিক গঠন দেখে প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। রাতে বা ভোরের কোনো এক সময়ে অজ্ঞাত কোনো গাড়িচাপায় সেই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

Comments