সোহরাওয়ার্দী হাসপাতালে খোলা হয়েছে নতুন ২টি ডেঙ্গু ওয়ার্ড
চলতি মাসের শুরুতে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সিঁড়ি পাশের খোলা জায়গায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর খবর প্রকাশিত হয়েছিলো সংবাদমাধ্যমে। হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে অস্থায়ীভাবে নতুন দুটি ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, আজ (১১ আগস্ট) সকাল ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ১০০ বেডের দুটি ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করেছেন।
তিনি আরো জানান, পুরুষ ডেঙ্গু রোগীদের ওয়ার্ড রাখা হয়েছে হাসপাতালের প্রথমতলায় এবং নারী রোগীদের ওয়ার্ড রাখা হয়েছে হাসপাতালের দ্বিতীয়তলায়।
গতকাল পর্যন্ত ৪৫০ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও উল্লেখ করেন অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া।
আরো পড়ুন:
Comments