যমুনায় ‘অতিরিক্ত যাত্রীবাহী’ নৌকাডুবি, ২ নারীর মরদেহ উদ্ধার

Jamuna river
যমুনা নদী। ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে নৌকাডুবিতে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছে আরো তিনজন।

আজ (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার পাকুড়িয়া কুড়িপাড়া এলাকায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর কর্মীরা জামালপুর জেলার মাদারগঞ্জের করলাকান্দি গ্রামের ইউছুব আলীর স্ত্রী জহুরা বেগম (৩০) ও সারিয়াকান্দি উপজেলার মানিকদাইড় গ্রামের মনছের আলীর স্ত্রী আমেনা বেগমের (৫৫) মরদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, ৪০ জনের বেশি যাত্রী নিয়ে একটি নৌকা মানিকদাইড় চর থেকে সারিয়াকান্দির কালিতলা ঘাটে আসছিলো। অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটির তলা ফেটে গিয়ে পাকুড়িয়া কুড়িপাড়া এলাকায় যমুনা নদীতে ডুবে যায়।

যাত্রীদের অনেকেই সাঁতর কেটে তীরে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ হন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মী ও স্থানীয় লোকজন অভিযান চালিয়ে নদীর ভাটিতে দুজনের মরদেহ উদ্ধার করেন।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এস আই) সুব্রত কুমার ঘোষ বলেন, এখন নিখোঁজ তিনজনের সন্ধানে দমকল বাহিনীর ডুবরি ও স্থানীয় লোকজন যমুনা নদীর ভটিতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

Comments

The Daily Star  | English

G7 expresses support for Israel, calls Iran source of instability

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

1h ago