গাছের সাথে পিকনিকের বাসের ধাক্কা, নিহত ৭
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার লেমুয়া সেতু নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বাসটি ঢাকার মিরপুরের পল্লবী থেকে পিকনিকের যাত্রীদের নিয়ে কক্সবাজারেরে উদ্দেশ্যে যাচ্ছিলো।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগরের শাহাদাত হোসেন (৩০) ও মুন্সীগঞ্জের বিক্রমপুরের মো. সুজন মিয়া (৪০)। অপর পাঁচজনের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত ২০ জনের মধ্যে ১০ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ (১৫ আগস্ট) ভোর ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লেমুয়া সেতু এলাকায় কক্সবাজারগামী বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৫৭৮) গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে প্রচণ্ড ধাক্কা লাগে। দুর্ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত হয় অন্তত ২৫ জন।
এ সময় স্থানীয় লোকজন ও মহীপাল হাইওয়ে থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজন মারা যান।
সাতজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Comments