ইরানি তেল ট্যাঙ্কার ছাড়ের শেষ মুহূর্তে আমেরিকার বাধা
জিব্রাল্টারে আটক ইরানি তেল ট্যাঙ্কার ‘গ্রেস ওয়ান’ ছাড়ের শেষ মুহূর্তে বাধা দিয়েছে আমেরিকা।
জিব্রাল্টারের অ্যাটর্নি জেনারেলের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন, গত মাসে আটক ইরানি তেল ট্যাঙ্কারটিকে ছেড়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট ট্যাঙ্কারটি না ছেড়ে দেওয়ার আবেদন করেছে।
তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল জোসেফ ট্রিয়ায়ে সেই আবেদনটির কথা উল্লেখ করে বলেন যে আজ (১৫ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টে আবেদনটির শুনানি হয়।
ইরানি তেল ট্যাঙ্কারটি ছেড়ে দেওয়ার বিষয়ে আজ সকালে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেওয়ার প্রাক্কালে আমেরিকার আবেদনটি হাতে আসে। ফলে ট্যাঙ্কারটি ছেড়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরো সময় লাগবে বলেও জানান অ্যাটর্নি জেনারেলের মুখপাত্র।
Comments