এজাজ প্যাটেলের স্পিনে গলে জম্পেশ লড়াই
আগের দিন নিউজিল্যান্ডকে নাচিয়েছিলেন অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া, এদিন পেসার সুরাঙ্গা লাকমাল সারেন বাকিটা। কিন্তু প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়েও স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। তাদেরকে যে ঘূর্ণি বলে কাবু করে ফেলেছেন এজাজ প্যাটেল। কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথিউসের দুই ফিফটির পরও স্বস্তিতে নেই স্বাগতিকরা।
গল টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যাডের করা ২৪৯ রানের জবাবে ৭ উইকেট খুইয়ে ২২৭ রান তুলে দিনশেষ করেছে শ্রীলঙ্কা। লঙ্কান ইনিংসে হানা দিয়ে ৭৬ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন প্যাটেল। ফলে গলে দ্বিতীয় দিন শেষ দুই দলই আছেন সমান পাল্লায়।
আগের দিনের ৫ উইকেটে ২০৩ রান নিয়ে শুরু করে এদিন বেশি দূর যেতে পারেনি নিউজিল্যান্ড। লাকমালের তোপে টপাটপ উইকেট হারিয়ে তারা অলআউট হয়ে যায় ২৪৯ রানেই।
জবাবে প্রথম ১০ ওভারে রয়েসয়ে শুরুর পর ফেরেন লাহিরু থিরিমান্নে। দলের ৬৬ রানে আউট হন অধিনায়ক দিমুথ করুনারত্নে। মেন্ডিস আর ম্যাথিউস মিলে দলকে এগিয়ে নিচ্ছিলেন। ফিফটি তোলে মেন্ডিস ফেরার পরই ধস নামে লঙ্কান ইনিংসে। ১৪৩ থেকে ১৬১ রানে যেতে তারা হারায় আরও ৫ উইকেট। ম্যাথিউস আউট হন ঠিক ৫০ রান করে।
শেষ বিকেলে এই ধস থামিয়েছেন নিরোশান ডিকভেলা ও সুরাঙ্গা লাকমাল। ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন তারা। ডিকভেলা ৩৯ ও লাকমাল ২৮ রানে অপরাজিত আছেন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৪৯
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৮০ ওভারে ২২৭/৭ (করুনারত্নে ৩৯, থিরিমান্নে ১০, মেন্ডিস ৫৩, ম্যাথিউস ৫০, পেরেরা ১ সিলভা ৫, ডিকভেলা ৩৯*, ধনঞ্জয়া ০, লাকমাল ২৮ ; বোল্ট ১/২৪, সাউদি ০/১৭, সামারভিলে ১/৭৮, প্যাটেল ৫/৭৬, স্যান্টনার ০/৩১)
Comments