‘অনুমতি’ না থাকায় বিএনপির কর্মসূচি পালনে পুলিশের বাধা

মানিকগঞ্জে পুলিশি বাধার কারণে দলীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত কর্মসূচী পালন করতে পারেনি বিএনপি। পরে বাধ্য হয়ে, দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে খালেদা জিয়ার সুচিকিৎসা ও রোগমুক্তি কামনায় দোয়া করেন বিএনপি নেতা-কর্মীরা।
Manikganj BNP
১৬ আগস্ট ২০১৯, মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলের প্রধান খালেদা জিয়ার সুচিকিৎসা ও রোগমুক্তি কামনায় দোয়া করেন নেতা-কর্মীরা।

মানিকগঞ্জে পুলিশি বাধার কারণে দলীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত কর্মসূচী পালন করতে পারেনি বিএনপি। পরে বাধ্য হয়ে, দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে খালেদা জিয়ার সুচিকিৎসা ও রোগমুক্তি কামনায় দোয়া করেন বিএনপি নেতা-কর্মীরা।

জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান বলেন, “পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে আজ (১৬ আগস্ট) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয় দলের নেতা-কর্মীরা। দলীয় কার্যালয় খুলে ভিতরে দোয়া মাহফিল করতে চাইলে তাতে বাধা দেন সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা।”

পরে বিএনপি কার্যালয়ের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে খালেদা জিয়ার সুচিকিৎসা ও রোগমুক্তি কামনায় দোয়া করা হয় বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নূরতাজ আলম বাহার, খোন্দকার আকবর হোসেন বাবলু, তোজাম্মেল হক তোজা, জেলা যুবদলের সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন দীপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফ ফেরদৌস, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভুঁইয়া হাবু, জেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল ইসলাম খান সজীব, সাধারণ সম্পাদক নুশরাত উল ইসলাম জ্যাকিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে, মানিকগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, “যেকোনো কর্মসূচী পালন করার আগে অনুমতি চেয়ে লিখিত আবেদন করতে হয়। বিএনপির পক্ষ থেকে কেউ কর্মসূচি পালনের জন্য অনুমতি চেয়ে আবেদন করেননি।”

“অনুমতি না থাকায় দলীয় কার্যালয়ে তাদের এই কর্মসূচী পালন করতে দেওয়া হয়নি,” যোগ করেন পুলিশ কর্মকর্তা।

জেলা বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক আতাউর রহমান আতা দাবি করেছেন যে তিনি ওসির মৌখিক অনুমতি নিয়েছেন।

Comments

The Daily Star  | English

Advocate Tajul Islam made ICT chief prosecutor

Supreme Court lawyer Md Tajul Islam, joint convener of Amar Bangladesh Party (AB Party), has been appointed as the chief prosecutor of the International Crimes Tribunal

9m ago