‘আমরা সুন্দরভাবে চাই, কিন্তু খেলোয়াড়দেরও বুঝতে হবে’

মাঠ থেকে আড়ম্বরপূর্ণ অবসর নেওয়ার রীতি উপমহাদেশের ক্রিকেটারদের বেলায় বেশ কম। নাম করা অনেক খেলোয়াড়েরই হয়নি মধুর সমাপন। বাংলাদেশের বেলায় এটা আরও সত্যি। দেশকে অনেক কিছু দিয়েও বেশিরভাগেরই মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আড়ম্বর পূর্ণ অবসর আয়োজনের আলোচনায় উঠে এল এই প্রসঙ্গ। বিসিবি প্রধান নাজমুল হাসান এতে কেবল বোর্ডের দায় দেখেন না। সঠিক সময়ে বেছে নিতে ক্রিকেটারদেরও আহবান জানিয়েছেন তিনি।
nazmul hasan
ফাইল ছবি

মাঠ থেকে আড়ম্বরপূর্ণ অবসর নেওয়ার রীতি উপমহাদেশের ক্রিকেটারদের বেলায় বেশ কম। নাম করা অনেক খেলোয়াড়েরই হয়নি মধুর সমাপন। বাংলাদেশের বেলায় এটা আরও সত্যি। দেশকে অনেক কিছু দিয়েও বেশিরভাগেরই মাঠ থেকে বিদায় নেওয়া হয়নি। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আড়ম্বর পূর্ণ অবসর আয়োজনের আলোচনায় উঠে এল এই প্রসঙ্গ। বিসিবি প্রধান নাজমুল হাসান এতে কেবল বোর্ডের দায় দেখেন না। সঠিক সময়ে বেছে নিতে ক্রিকেটারদেরও আহবান জানিয়েছেন তিনি।

সর্বশেষ বিশ্বকাপেই অবসর নেওয়ার গুঞ্জন ছিল মাশরাফির। কিন্তু তিনি খেলা চালিয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছিল দেশের মাঠেই তাকে দেওয়া হবে বর্ণাঢ্য বিদায়। সেরকম কিছু আয়োজনের ইচ্ছের কথা জানিয়েছিলেন বোর্ড প্রধানও।

সামনের মাসে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ পর জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে আয়োজন করে মাশরাফিকে বিদায় জানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। নতুন কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়োগ দেওয়ার দিন বিসিবি প্রধান জানান, আপাতত অবসর নিয়ে সিদ্ধান্তে আসেননি মাশরাফি।

পরে আরেক প্রশ্নের জবাবে খেলোয়াড়দের অবসর নেওয়ার সঠিক সময় বেছে নেওয়ার আহবান জানালেন নাজমুল,  ‘এখানটায় আমি আপনাদের বলি। এই জিনিস (সুন্দর বিদায়)  কেবল বোর্ড দিয়ে হবে না। খেলোয়াড়েরও নিজের মাথায় চিন্তা আসতে হয়।  খেলোয়াড় যদি ওইরকম চিন্তা না করে তাহলে তো লাভ হলো না। ধরেন একটা খেলোয়াড় চিন্তা করল আমি যাব না, আমারে বাদ দিয়ে দিক। তাহলে তো লাভ হলো না। আমরা তো এটা চাই না।’

‘আমাদের দেশের খেলোয়াড়দেরও জানতে হবে। কাজেই আমাদের কাজ হলো জানানো যে আমরা ভালভাবে, সুন্দরভাবে করতে চাই। সিদ্ধান্ত তার (সংশ্লিষ্ট খেলোয়াড়) কাছে। সে যদি সিদ্ধান্ত নিতে পারে নিবে, না হলে বোর্ড বোর্ডের সিদ্ধান্ত নিবে। কিন্তু আমরা তাদের সুযোগ দিব সব সময়।’

Comments