করুনারত্নের সেঞ্চুরিতে অনায়াসে জিতল শ্রীলঙ্কা

Dimuth Karunaratne

গলে প্রথম তিনদিন উইকেট ছিল টার্নিং, সুবিধা পাচ্ছিলেন স্পিনাররা। চতুর্থ দিন থেকে তা হুট করে হয়ে যায় ব্যাটিং বান্ধব। তাতে রান তাড়ায় নেমে অধিনায়ক দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে অনায়াসে জিতেছে শ্রীলঙ্কা।

রোববার গল টেস্টের শেষ দিনে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাল। দুই টেস্ট ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

২৬৮ রানের লক্ষ্যে নেমে আগের দুনই দুই ওপেনার অবিচ্ছিন্ন থেকে তুলে নিয়েছিলেন ১৩৩ রান। এদিন দলের ১৬১ রানে গিয়ে ৬৪ রান লাহিরু থিরিমান্নের আউটে ভাঙে সে জুটি। তিনে নেমে কুশল মেন্ডিস এসেই ফেরত যান। তবে তাতে বিপদ বাড়েনি লঙ্কানদের। আরেক প্রান্তে যে ভরসা হয়ে থাকা করুনারত্নে তুলে নেন সেঞ্চুরি। দলকে নির্ভার রেখে এগিয়ে দিতে থাকেন জেতার পথে। টিম সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে শেষ হয় লঙ্কান অধিনায়কের ২৪৩ বলে ১২২ রানের ম্যাচ জয়ী ইনিংস।

ততক্ষণে অবশ্য স্কোরবোর্ডে উঠে গেছে ২১৮ রান। মাঝে কুশল পেরেরা এসে আউট হয়ে ফিরলেও অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস নির্বিঘ্নে পার করেছেন বাকিটা। দলকে জিতিয়ে ২৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ম্যাথিউস, সঙ্গী ধনঞ্জয়ার রান তখন ১৪।

২২ অগাস্ট থেকে কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে দুদল।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ২৪৯

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৬৭

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ২৮৫

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস:  ৮৬.১ ওভারে ২৬৮/৪ ( করুনারত্নে ১২২, থিরিমান্নে ৬৪,  মেন্ডিস ১০, ম্যাথিউস ২৮*  , পেরেরা ২৩, ধনঞ্জয়া ১৪* ; বোল্ট ১/৩৪, সাউদি ১/৩৩, সামারভিলে ১/৭৩, প্যাটেল ১/৭৪, স্যান্টনার ০/৩৮, উইলিয়াসন ০/৯)

ফলঃ শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী।

সিরিজ; শ্রীলঙ্কা দুই টেস্ট ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে।

 

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

10h ago