প্রীতি ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াড: নিষিদ্ধ থাকায় নেই মেসি
আগামী মাসে চিলি ও মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা পাননি দুই অভিজ্ঞ তারকা সার্জিও আগুয়েরো ও অ্যাঙ্গেল ডি মারিয়া। নিষিদ্ধ থাকায় দলে নেই দলের সেরা তারকা লিওনেল মেসি।
সোমবার (১৯ অগাস্ট) কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৭ সদস্যের দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা সাত ফুটবলার। তারা হলেন- অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনার্দো বালের্দি, নিকোলাস ফিগাল, লুকাস মার্তিনেজ, নিকোলাস দমিঙ্গেজ, লুকাস ওকাম্পোস ও আদলোফো গাইচ।
মূলত ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের কথা মাথায় রেখে দলকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবে নতুনদের সুযোগ দিচ্ছেন স্কালোনি। তাই উপেক্ষিত হয়েছেন গেল মাসে কোপা আমেরিকায় খেলা ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আগুয়েরো ও প্যারিস সেন্ট জার্মেই উইঙ্গার ডি মারিয়া।
প্রীতি ম্যাচ দুটিতে খেলতে পারছেন না বার্সেলোনা অধিনায়ক মেসিও। গেল ২ অগাস্ট তাকে তিন মাসের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। কোপা আমেরিকা চলাকালে সংস্থাটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন মেসি। সে ঘটনার প্রেক্ষিতেই ওই শাস্তি দেওয়া হয়েছে তাকে।
আগামী ৫ সেপ্টেম্বর লস এঞ্জেলসে চিলির মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর পাঁচদিন পর টেক্সাসে তারা মোকাবেলা করবে মেক্সিকোকে।
২৭ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), অগাস্তিন মার্কেসিন (পোর্তো);
ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজ্জেয়া (ফিওরেন্টিনা), লিওনার্দো বালের্দি (বরুসিয়া ডর্টমুন্ড), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস মার্তিনেজ (রিভারপ্লেট), গঞ্জালো মন্তিয়েল (রিভারপ্লেট), নিকোলাস ফিগাল (ইন্দিপেন্দিয়েন্তে), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স আমস্টারডাম);
মিডফিল্ডার: মার্কোস আকুনা (স্পোর্টিং সিপি), লিওনার্দো পারেদেস (প্যারিস সেন্ট জার্মেই), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দমিঙ্গেজ (ভেলেজ), রদ্রিগো দে পল (উদিনেসে), মাতিয়াস জারাকো (রেসিং), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), এক্সেকুয়েল পালাসিওস (রিভারপ্লেট), লুকাস ওকাম্পোস (সেভিয়া), মানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (বোকা জুনিয়র্স);
ফরোয়ার্ড: হোয়াকুইন কোরেয়া (ল্যাজিও), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্টাস), আদলোফো গাইচ (সান লরেঞ্জো)।
Comments