ডেঙ্গু: খুলনা ও ফরিদপুরে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গু জ্বরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুরে দেলোয়ার হোসেন (৩৫) ও খুলনায় মিজানুর রহমান (৪০) নামে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
দেলোয়ার ফরিদপুর সদর উপজেলার গোরডাঙ্গীর চর এলাকায় শেখ সফিউদ্দিনের ছেলে। তিনি জেলা শহরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাট মসজিদের খাদেম ছিলেন।
মিজানুর খুলনার রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার কামদা প্রসাদ সাহা জানান, দোলোয়ার ডেঙ্গু জ্বর নিয়ে গত ১৩ আগস্ট ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল রাত ১০টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার প্রার্থ প্রতীম দেবনাথ জানান, গত ১৫ আগস্ট ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিজানুর।
আমাদের খুলনা সংবাদদাতাকে প্রার্থ প্রতীম দেবনাথ বলেন, “মিজানুর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ঠিকই, তবে ডেঙ্গুর কারণে মারা যাননি। আজ সকালে টয়লেটে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন তিনি। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
আরও পড়ুন:
Comments