‘বললে অন্যায় হবে যে ফিটনেসের কারণে ক্যাচ হাতছাড়া হয়েছে’

bangladesh cricket team
(বাঁ থেকে) মাহমুদউল্লাহ, মাশরাফি ও ইমরুল। ছবি: ফিরোজ আহমেদ

ইংল্যান্ড বিশ্বকাপে নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ হাতছাড়া করেছিলেন ফিল্ডাররা। যার মাশুল কড়ায়-গণ্ডায় দিতে হয়েছিল। সবশেষ শ্রীলঙ্কা সফরেও সেই বেহাল দশা। তবে ক্যাচ লুফে নিতে ব্যর্থ হওয়ার দায়টা ক্রিকেটারদের ফিটনেসের ওপর চাপাতে নারাজ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

সোমবার (১৯ অগাস্ট) থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় দলের চার দিনের কন্ডিশনিং ক্যাম্প। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর জিম্বাবুয়েকে যুক্ত করে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তাই শ্রীলঙ্কান ভিল্লাভারায়নের তত্ত্বাবধানে ৩৬ জনকে নিয়ে ক্যাম্প শুরু হয়েছে, যার মূল উদ্দেশ্য খেলোয়াড়দের ফিটনেস ঝালিয়ে দেখা। ২১ আগস্ট থেকে ক্যাম্পে যোগ দেবেন নতুন নিয়োগ পাওয়া কোচ রাসেল ডমিঙ্গো।

টেস্ট ও টি-টোয়েন্টি কোনটাই না খেললেও ফিটনেস ঠিক রাখতে এই ক্যাম্পে আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এদিন ট্রেনিংয়ে ছিলেন চোটের কারণে শ্রীলঙ্কা সফরে না যাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তবে বিশ্রামের কারণে নেই তামিম ইকবাল। আর ছুটিতে থাকায় এখনও ক্যাম্পে যোগ দেননি সাকিব আল হাসান।

এদিন সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় ফিটনেস ট্রেনিং। সেটা চলেছে বেলা সাড়ে এগারটা পর্যন্ত। এরপর সাংবাদিকদের কাছে ভিল্লাভারায়ন জানান, ‘আট মাস পর ওদের (ক্রিকেটারদের) ফিটনেস টেস্ট হলো। গত অক্টোবর থেকে অবিরত ক্রিকেট খেলছে। তবে তারা একেবারে খারাপ অবস্থায় নেই। সেই বিবেচনায়, আমি বেশ খুশি।’

‘রানিং, স্কিল, স্ট্রেংথ, ফিটনেসে কে কোথায় আছে সেটা জানতে হবে। যেখানে যেখানে কাজ করা দরকার, সেখানে কাজ করতে হবে। কিছু খেলোয়াড়ের কাজ করার দরকার, আবার যারা ভালো অবস্থায় আছে  তাদের আরও উন্নতি করতে হবে।’

বিশ্বকাপে চোট সমস্যায় ভুগেছে বাংলাদেশ দল। ফিটনেসে ঘাটতি আছে অনেকেরই। তবে কেবল তাদেরকে নয়, সবাইকেই আরও বেশি ফিট দেখতে চান ভিল্লাভারায়ন, ‘কারও নাম বলতে চাই না। সবাইকে উন্নতি করতে হবে। যারা উন্নতি করেছে, তাদের আরও ভালো করতে হবে।’

‘মনে করি না এটা যথেষ্ট। এই চার দিনে হয় না, অন্তত ৫–৬ সপ্তাহ লাগে। কিন্তু আমাদের সামনে অনেক খেলা। এত সময় নেই। উন্নতি করতে হলে স্কিলের পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করে যেতে হবে।’

কোনো ক্রিকেটারের ফিটনেস দুর্বল হলে তার প্রভাব ফিল্ডিংয়ে পড়বে তা আর আলাদা করে বলে দিতে হয় না। তবে সাম্প্রতিক সময়ের বাজে ক্যাচিংয়ের মূল কারণ যে এটাই, তা মানতে রাজি নন লঙ্কান ট্রেনার ‘বলতে পারি না যে এ কারণে (ফিটনেস ঘাটতি) বাজে ফিল্ডিং। বললে অন্যায় হবে যে ফিটনেসের কারণে ক্যাচ হাতছাড়া হয়েছে।’

ভিল্লাভারায়ন মুখে না বললেও তার এসব বক্তব্যে যেটা স্পষ্ট হয়ে উঠেছে তা হলো, ব্যাটিং-বোলিং অনুশীলন আর ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনে আরও মনোযোগী হওয়া দরকার বাংলাদেশ দলের।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

12m ago