মোদি-ইমরানকে ট্রাম্পের ফোন, উত্তেজনা কমানোর আহ্বান
বিবদমান জম্মু-কাশ্মীরকে নিয়ে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে দেশ দুটির প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে গতকাল (১৯ আগস্ট) বলা হয়, দুই দেশের শীর্ষনেতাদের ফোন দিয়েছেন ট্রাম্প। তিনি কাশ্মীর নিয়ে পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমানোর অনুরোধ করেছেন।
এছাড়া, দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বিষয়েও কথা বলেছেন ট্রাম্প।
পরে এক টুইটার বার্তায় ট্রাম্প জানান, “আমার দুই বন্ধু ভারতের নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের ইমরান খানের সঙ্গে কথা বললাম। তাদের সঙ্গে বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমাতে কাজ করা নিয়েও কথা হয়েছে। পরিস্থিতি কঠিন। কিন্তু, সুন্দর আলোচনা হয়েছে।”
উল্লেখ্য, সম্প্রতি নরেন্দ্র মোদি সরকার ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা তুলে নেওয়ায় জম্মু-কাশ্মীরের অপর দাবিদার পাকিস্তান প্রতিবেশী ভারতের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্য বন্ধ করে দেয় এবং ইসলামাবাদ থেকে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে।
Comments