‘এমন হতে পারে, আগামী বছরেই ক্যারিয়ার শেষ করতে পারি’
বয়স ৩৪ পেরিয়েছে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ধার এতটুকু কমেনি। এই বয়সে যখন বেশিরভাগ ফুটবলারই ক্যারিয়ারের শেষ দেখে ফেলেন, তখন রোনালদো খেলে যাচ্ছেন দুর্দান্তভাবে। তাই ভবিষ্যৎ নিয়ে কিংবা অবসর নিয়ে ভাবনা-চিন্তা এখনই মাথায় আনছেন না তিনি। তবে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড জানিয়েছেন, হয়তো হুট করেও ক্যারিয়ারের ইতি টানতে পারেন তিনি।
গেল বছর স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই বাজিমাত করেছেন রোনালদো। নতুন চ্যালঞ্জের স্বাদ নিয়ে দারুণ সফলতা পেয়েছেন। জুভদেরকে জিতিয়েছিলেন সিরি আ'র শিরোপা, আর নিজে ২১ গোল করে লিগে দলের পক্ষে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলা সিআর সেভেনের পা থেকে এসেছিল ২৮ গোল।
মঙ্গলবার (২১ অগাস্ট) পর্তুগিজ গণমাধ্যম টিভিআইকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো কথা বলেছেন নিজের অবসর পরিকল্পনা সম্পর্কে, ‘আমি এটা নিয়ে ভাবি না। এমন হতে পারে, আগামী বছরই ক্যারিয়ার শেষ করতে পারি...আবার ৪০-৪১ বছর বয়স পর্যন্তও খেলা চালিয়ে যেতে পারি।’
ফুটবল রোনালদোর পেশা হলেও তিনি ক্যারিয়ারটা ততদিনই টেনে নিতে চান, যতদিন তিনি খেলাটা উপভোগ করবেন, ‘আমি আসলে জানি না (কবে অবসর নেব)। আমি যা বলি তা হলো, বর্তমান মুহূর্তটা উপভোগ করো। এই উপহারটা অসাধারণ এবং এটা আমি উপভোগ করতে থাকব।’
রোনালদোর অর্জনের তালিকাটা খুবই লম্বা। সেটা ব্যক্তিগত হোক কিংবা দলীয় হোক। সময়ের আরেক সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথটা গেল এক যুগ ধরে উত্তেজনায়-রোমাঞ্চে বুঁদ করে রেখেছে গোটা ফুটবল বিশ্বকে। ক্যারিয়ারজুড়ে অগণিত রেকর্ডের জন্ম দেওয়া রোনালদো দারুণ গর্বিত নিজের সাফল্য নিয়ে।
‘এমন কোনো ফুটবলার কি আছেন যার রেকর্ডের সংখ্যা আমার চেয়ে বেশি? আমি মনে করি না এমন কোনো ফুটবলার আছেন যার রেকর্ড আমার চেয়ে বেশি,’ যোগ করে বলেছেন তিনি।
Comments