ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Thakurgaon Road Accident
২২ আগস্ট ২০১৯, ঠাকুরগাঁও সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন।

আজ (২২ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কে সালন্দর মণ্ডলপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, ঠাকুরগাঁওগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে দুজন ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরো ১৫ জন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

হাসপাতালে আহতদের একজন মারা যান বলেও উল্লেখ করেন ওসি।

Comments