আর্চারের গোলার সামনে টিকল না ওয়ার্নার-লেবুশানের প্রতিরোধ

Jofra Archer
ছবি: এএফপি

বৃষ্টি বাধায় দিনের প্রথমভাগ ভেসে যাওয়ার পর বল হাতে আগুন ঝরিয়েছেন জোফরা আর্চার, গতি ঝড়ে তছনছ করে দিয়েছেন অস্ট্রেলিয়ান ইনিংস।  ওপেনার ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথের বদলি নামা মার্নাস লেবুশান সেই গোলা সামলে গড়েছিলেন প্রতিরোধ। কিন্তু তাদের প্রতিরোধও ভেঙে আলো ছড়িয়েছেন আর্চার।

বৃহস্পতিবার লিডসের হেডিংলিংতে অ্যাশেজের তৃতীয় টেস্টে প্রথম দিনটা পুরোটাই ইংলিশদের। আগে ব্যাটিং পেয়ে যে মাত্র ১৭৯ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৬১ ও লেবুশান ৭৪ ছাড়া দলের আর একজনই গেছেন দুই অঙ্কে। গতির ঝড় তুলে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ৪৫ রানে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়েছেন আর্চার। অস্ট্রেলিয়ার ইনিংসের সঙ্গে শেষ হয় দিনের খেলাও।

বৃষ্টি ভেজা উইকেটে টস জিতে অনুমিত ফিল্ডিং বেছে নেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। আর কেন সেটা দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও আর্চার বুঝিয়েছেন দ্রতই। ২৫ রানের ভেতরেই মার্কাস হ্যারিস ও উসমান খাওয়াজাকে তুলে নেন তারা।

স্মিথের জায়গায় চারে নামা লেবুশান আগের টেস্টেও কনকাশন বদলি নেমে দেখিয়েছিলেন সামর্থ্য। এদিন ওয়ার্নারের সঙ্গে আরও চওড়া তার ব্যাট, আরও দায়িত্বশীল তার অ্যাপ্রোচ। তৃতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ১১১ রানের জুটি।

সে জুটি ভয়ের কারণ হতেই আক্রমণে এসে ব্রেক থ্রো এনে দেন আর্চার। ৯৪ বলে ৬১ করা ওয়ার্নার আর্চারের ৯০ মাইল গতির আউটস্যুয়িংয়ে পরাস্ত হয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে।

ওয়ার্নার ফিরতেই খোলে যায় এক পাশ। ছন্দহীন ট্রেভিস হেডকে খানিক পর বোল্ট করে ফেরত পাঠান ব্রড। আর্চার এসে স্টাম্প উড়ান ম্যাথু ওয়েডের। অধিনায়ক টিম পেইন ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ১১ করে শিকার হন ক্রিস ওকসের।

এরপর একে একে জেমস প্যাটিনসন, প্যাট কামিন্স, ন্যাথান লায়নকে ছাঁটেন আর্চার। শেষ অবধি লড়তে থাকা লেবুশানকে নবম ব্যাটসম্যান হিসেবে ফিরিয়ে অবদান রাখেন বেন স্টোকস।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস:  ৫২.১ ওভারে ১৭৯ (ওয়ার্নার ৬১, হ্যারিস ৮, খাওয়াজা ৮, লেবুশান ৭৪, হেড ০, ওয়েড ০, পেইন ১১, প্যাটিনসন ২, কামিন্স ০, লায়ন ১, হ্যাজেলউড ১*)

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago