কক্সবাজারে গুলি করে যুবলীগ নেতাকে হত্যা

কক্সবাজারের টেকনাফে যুবলীগের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। হ্নীলা ইউনিয়নে গতরাতে এই ঘটনার জন্য রোহিঙ্গা সন্ত্রাসীদের দিকে অভিযোগ তোলা হচ্ছে।
shot dead
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফে যুবলীগের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। হ্নীলা ইউনিয়নে গতরাতে এই ঘটনার জন্য রোহিঙ্গা সন্ত্রাসীদের দিকে অভিযোগ তোলা হচ্ছে।

নিহত ওমর ফারুক (৩০) হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি ছিলেন। টেকনাফের উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম দ্য ডেইলি স্টারের কক্সবাজার প্রতিনিধিকে এই তথ্য জানিয়েছেন।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই আমির হামজা বলেন, মো. সেলিম ও নুর মোহাম্মদের নেতৃত্বে একদল রোহিঙ্গা সন্ত্রাসী ওমর ফারুককে প্রথমে তার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে পাশের একটি পাহাড়ে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়।

টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, খবর পাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে ওমর ফারুকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে।

তিনি বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

1h ago