আমাজনের আগুন নেভানোর দায়িত্ব সবার: পোপ ফ্রান্সিস
পৃথিবীর মঙ্গলের জন্যে আমাজন বনাঞ্চলের প্রয়োজন। তাই আমাজনের আগুন নেভাতে সবাইকে এগিয়ে আসতে হবে- এমন আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ (২৫ আগস্ট) ভ্যাটিকান সিটির সেন্ট পিটারস স্কয়ারে সাপ্তাহিক সভায় যোগ দেওয়া হাজারো ভক্তের উদ্দেশে পোপ এমন মন্তব্য করেন।
তিনি বলেন, “আমাজনের বনাঞ্চলে যে ভয়াবহ আগুন লেগেছে তাতে আমরা সবাই উদ্বিগ্ন। আমাদের প্রার্থনা হোক- সবার প্রচেষ্টাতে আমরা যেনো সেই আগুন নেভাতে পারি। পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত আমাজনের বনাঞ্চল আমাদের গ্রহের জন্যে খুবই জরুরি।”
পাশাপাশি সেই অঞ্চলের আদিবাসীদের জীবন, জমি ও সংস্কৃতি রক্ষার আহ্বানও জানিয়েছেন তিনি।
আমাজনের চিরসবুজ বনাঞ্চলের ভয়াবহ আগুন নেভাতে ব্রাজিলের আমাজন অঞ্চলের ছয়টি রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছে সেনা সহায়তা চেয়েছে।
এদিকে, বিস্তীর্ণ এলাকায় আগুন নেভাতে ব্রাজিলের ব্যর্থতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। আমাজনে আগুন লাগার বিষয়টিকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে উল্লেখ করায় ‘পরিবেশবিরোধী’ খেতাব পাওয়া ব্রাজিলের ডানপন্থি রাষ্ট্রপতি জায়ার বোলসোনারোর বিরুদ্ধে দেশে দেশে বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা।
আরো পড়ুন:
ইইউ-এর বাণিজ্য বন্ধের হুমকি, আমাজনের আগুন নেভাতে সেনা পাঠাচ্ছে ব্রাজিল
আমাজনের আগুন নিয়ে বহির্বিশ্বের নাক গলানোর প্রয়োজন নেই: ব্রাজিলের প্রেসিডেন্ট
Comments