‘সুপার-লার্জ মাল্টিপল রকেট লাঞ্চার’ পরীক্ষা করলো উত্তর কোরিয়া

‘সুপার-লার্জ মাল্টিপল রকেট লাঞ্চার’ পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন উপস্থিত থেকে সেই উৎক্ষেপণ কার্যক্রম দেখেছেন।
North Korea missile
২৫ আগস্ট ২০১৯, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ প্রকাশিত ছবিতে ‘সুপার-লার্জ মাল্টিপল রকেট লাঞ্চার’ পরীক্ষাকালে ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য। ছবি: রয়টার্স

‘সুপার-লার্জ মাল্টিপল রকেট লাঞ্চার’ পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন উপস্থিত থেকে সেই উৎক্ষেপণ কার্যক্রম দেখেছেন।

আজ (২৫ আগস্ট) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-র বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল (২৪ আগস্ট) উত্তর কোরিয়া ‘সুপার-লার্জ মাল্টিপল রকেট লাঞ্চার’ পরীক্ষা করে।

কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা যায় আট চাকার একটি সামরিকযানের ওপর থেকে রকেটগুলো উৎক্ষেপণ করা হচ্ছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলে, উত্তর কোরিয়া দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশটির পূর্ব উপকূল থেকে সাগরে নিক্ষেপ করে থাকতে পারে। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা বন্ধ থাকায় দেশটি পর পর কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো বলেও জানানো হয়।

পর্যবেক্ষকদের মতে, গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পর অন্তত চতুর্থ নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রকাশ করলো উত্তর কোরিয়া।

গতকাল ‘সুপার-লার্জ মাল্টিপল রকেট লাঞ্চার’ পরীক্ষা করার সময় কেসিএনএ-র ধারাভাষ্যে বলা হয়, অবরোধ থেকে মুক্তি পাওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া তার কৌশলগত নিরাপত্তাকে কখনোই বিসর্জন দিবে না।

Comments