গণপিটুনি বন্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে জানতে চেয়েছেন হাইকোর্ট
গণপিটুনি বন্ধে এবং এর উষ্কানিদাতাদের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নিয়েছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আগামী ২৮ নভেম্বরের মধ্যে আদালতের সামনে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রতিবেদন উপস্থাপন করার জন্যে স্বরাষ্ট্রসচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বলা হয়েছে।
সরকার কেনো তাসলিমা বেগম রানু এবং অন্যদের গণপিটুনি থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এর ব্যাখ্যা চেয়ে উচ্চ আদালত একটি রুল জারি করেছেন।
আজ (২৬ আগস্ট) হাইকোর্ট বেঞ্চের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি মো. আশরাফুল কামাল এই আদেশ দেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের রিট আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করেন।
Comments