আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে কার পয়েন্ট কত
পুরো দমে শুরু হয়ে গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া খেলে ফেলেছে তিনটি করে ম্যাচ। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড দুটি। একটি করে ম্যাচ খেলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এখনো টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেনি দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ আর পাকিস্তান।
নিয়ম অনুযায়ী দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রতি জয়ী ম্যাচের জন্য ৬০ পয়েন্ট বরাদ্দ থাকায় ভারত, শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড তিন দলেরই পয়েন্ট ৬০। তবে এক ম্যাচ কম খেলায় সবার উপরে আছে ভারত।
অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডও একটি করে টেস্ট জিতেছে, হার ও ড্রও একটি করে। তবু দুই দলেরই পয়েন্ট ৩২। কারণ অ্যাশেজ সিরিজ পাঁচ টেস্ট হওয়ায় প্রতিটি জয়ী ম্যাচের জন্য থাকছে ২৪ পয়েন্ট, আর ড্র হলে থাকছে ৮ পয়েন্ট।
নয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত নেমেছে ৬ দল। তাতে কেবল ওয়েস্ট ইন্ডিজই পায়নি কোন পয়েন্ট। ভারতের কাছে অ্যান্টিগা টেস্টে বিধ্বস্ত হওয়ায় শূন্যের ঘরে আছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ নভেম্বর। ভারতের বিপক্ষে ইন্দোরে টেস্টে নামবে সাকিব আল হাসানের দল।
এই আসরে পাকিস্তান নিজেদের প্রথম টেস্টে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে ২১ নভেম্বর। তার আগে অক্টোবরের ২ তারিখ টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ভারতকে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিল (২৭ অগাস্ট পর্যন্ত)
দল |
ম্যাচ |
জয় |
হার |
ড্র |
টাই |
পয়েন্ট |
ভারত |
১ |
১ |
০ |
০ |
০ |
৬০ |
নিউজিল্যান্ড |
২ |
১ |
০ |
০ |
০ |
৬০ |
শ্রীলঙ্কা |
২ |
১ |
০ |
০ |
০ |
৬০ |
অস্ট্রেলিয়া |
৩ |
১ |
১ |
১ |
০ |
৩২ |
ইংল্যান্ড |
৩ |
১ |
১ |
১ |
০ |
৩২ |
ওয়েস্ট ইনিজ |
১ |
০ |
১ |
০ |
০ |
০ |
দক্ষিণ আফ্রিকা |
০ |
০ |
০ |
০ |
০ |
০ |
বাংলাদেশ |
০ |
০ |
০ |
০ |
০ |
০ |
পাকিস্তান |
০ |
০ |
০ |
০ |
০ |
০ |
Comments