পর্যটনের মৌসুমে ভিসা ফি বাড়ানোর কথা ভাবছে ভারত
পর্যটকরা বেশি সংখ্যায় আসেন বছরের এমন মাসগুলোতে ভিসা আবেদনের ক্ষেত্রে ফি বাড়ানোর কথা বিবেচনা করছে ভারত সরকার। এমন সিদ্ধান্ত কার্যকর হলে বছরের জুলাই থেকে মার্চ মাসের মধ্যে পর্যটক ভিসার জন্য ২৫ ডলার পর্যন্ত ফি দিতে হতে পারে। অন্যদিকে পর্যটকরা কম আসেন যেমন এপ্রিল থেকে জুনের মধ্যে মাত্র ১০ ডলারে পাওয়া যেতে পারে ভারত ভ্রমণের ভিসা।
ই-টুরিস্ট ভিসা বাস্তবায়নের পর এবার এর ফি বাড়ানো কমানোর এমন পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার। তবে এই ফি নির্ভর করবে কোন দেশের নাগরিক এই ভিসার জন্য আবেদন করছেন। একেক দেশের নাগরিকদের জন্য ভিসার ফি একেক রকম হবে। সেই সঙ্গে কত দিন মেয়াদের ভিসা চাওয়া হচ্ছে সেটার ওপর নির্ভর করেও ফি কম বেশি হতে পারে। ৩০ দিন থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদের ভিসার ব্যবস্থা থাকবে। তবে কিছু দেশের নাগরিকদের ভিসা পেতে কোনো ফি দেওয়া লাগবে না।
পর্যটকদের আকৃষ্ট করতে ভিসা প্রক্রিয়া সহজ করতে চাইছে ভারত সরকার। বিশেষ করে আমলাতান্ত্রিক জটিলতা ঝেড়ে ফেলতে কাজ করছে দেশটির সরকার।
Comments