হালকা চোট থাকায় দলে নেই মোস্তাফিজ
কন্ডিশনিং ক্যাম্পের মধ্যেই পিঠে হালকা ব্যথা পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শেষ পর্যন্ত এই চোটেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রাখা হয়নি তাকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, সামনে অনেক খেলা থাকায় মোস্তাফিজকে নিয়ে কোন ঝুঁকি নিতে চান না তারা।
শুক্রবার (৩০ অগাস্ট) ১৫ সদস্যের টেস্ট দল দেয় বিসিবি। তাতে দেখা যায় পেস আক্রমণে আবু জায়েদ রাহির সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। কেন মোস্তাফিজ নেই তার ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক, ‘কন্ডিশনিং ক্যাম্পের মধ্যে মোস্তাফিজের হালকা ইনজুরি পেয়েছি আমরা। গতকাল এটি দেখা হয়েছে। সামনে অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। ভারত সফরও আছে। টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আছে। এই কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’
টেস্টে মোস্তাফিজকে এমনিতেও কাজের মাত্রা বিচার করে খেলিয়ে আসা হচ্ছে। নিউজিল্যান্ডে সর্বশেষ টেস্ট সিরিজে মোস্তাফিজকে খেলানো হয় কেবল এক টেস্ট। এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজের একটিতে খেলেছিলেন মোস্তাফিজ। কিন্তু দুই ইনিংস মিলিয়ে বল করেছিলেন মাত্র চার ওভার।
১৩ টেস্টের ক্যারিয়ারে ৩৫.১৭ গড়ে এখন পর্যন্ত ২৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
Comments