সেঞ্চুরিতে ঝলমলে মাহমুদউল্লাহ, দুইবার ব্যাট করেও রান পাননি সাকিব

Mahmudullah
ছবি: ফিরোজ আহমেদ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রস্তুতি নিতে অনুশীলন ম্যাচ বেশ কাজে লাগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ লাল দলের হয়ে খেলেছেন ১০৭ রানের ইনিংস। তবে অনুশীলন একদমই ভালো হয়নি অধিনায়ক সাকিব আল হাসানের। দুইবার ব্যাট করেও পাননি রানের দেখা।

শুক্রবার (৩০ অগাস্ট) কন্ডিশনিং ক্যাম্পে থাকা ক্রিকেটার ও এর বাইরে থেকেও আরও কয়েকজনকে নিয়ে সাজানো হয় লাল ও সবুজ দল। শুরু হয় দুইদিনের অনুশীলন ম্যাচ। তাতে সাকিবের লাল দল মুশফিকুর রহিমের সবুজ দলের বিপক্ষে ২৬৮ রানে গুটিয়ে গেছে। অনুশীলন ম্যাচ হওয়ায় সাকিব নিয়েছেন দুইবার ব্যাট করার সুযোগ।

সবুজ দলের হয়ে ৪৫ রানে ৪ উইকেট নেন টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদ। ইবাদত হোসেন নেন ৪২ রানে ৩ উইকেট।

সকালে ব্যাটিং পেয়ে শুরুটা ভাল হয়নি লাল দলের। ওপেনার জহুরুল ইসলামকে মাত্র ১৩ রানেই উইকেটের পেছনে ক্যাচ বানান তাসকিন। আরেক ওপেনার মোহাম্মদ মিঠুন ইবাদতের বলে আউট হন ১ রান করে। তিনে নামা লিটন দাস খেলেন ৭৩ বলে ২৫ রানের ইনিংস।

অধিনায়ক সাকিব শুরুতে নেমেছিলেন চারে। তাকে প্রথম বলেই বোল্ড করে দেন তাসকিন। পরে অনুশীলন সারতে সাত নম্বরে আবার নামেন সাকিব। এবার ১৪ বলে খেলে ৯ রান করে সাকিব ফেরেন তাইজুল ইসলামের বলে।

পাঁচে নামা মাহমুদউল্লাহ ছিলেন ব্যতিক্রম। সবার ব্যর্থতার মাঝে ঝলমলে ছিল তার ব্যাট। ১৮৯ বলে ১০ চারে ১০৭ রান করে আরিফুল হককে পেটাতে গিয়ে কাভারে ক্যাচ দেন মাহমুদউল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর:

লাল দল প্রথম ইনিংস: ৮৪.১ ওভারে ২৬৮ (জহুরুল ১৩, মিঠুন ১, লিটন ২৫, সাকিব ০, মাহমুদউল্লাহ ১০৭, সাব্বির ৩৪, সাকিব (দ্বিতীয়বার) ৯, মেহেদী ৮, আবু হায়দার ৪০, শফিউল ১৯*, রাহি ৬; তাসকিন ৪/৪৫, ইবাদত ৩/৪২, তাইজুল ১/৪১, মোসাদ্দেক ১/৪১, আরিফুল ১/১৫)।

Comments

The Daily Star  | English

Reforms, justice must come before election: Nahid

He also said, "This generation promises a new democratic constitution for Bangladesh."

7h ago