নতুন কোচের সঙ্গে কাজ করার স্বস্তি দলে ফেরা তাসকিনের

Taskin Ahmed
চার্ল ল্যাঙ্গাভেল্টের সঙ্গে অনুশীলনে তাসকিন আহমেদ, ছবি: ফিরোজ আহমেদ

নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই চার্ল ল্যাঙ্গাভেল্ট যে অল্প ক’জন পেসারের নাম নিয়েছিলেন, তার মধ্যে একজন তাসকিন আহমেদ। তাসকিনের উচ্চতা আর গতি বেশ মনে ধরেছিল তার। অনুশীলনে লম্বা সময় নিয়েই কাজ করেছেন তাসকিনকে নিয়ে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফেরার পর তাসকিন জানালেন, ল্যাঙ্গাভেল্টের কাছ থেকে বোলিংয়ের সব কারিকুরি নিতে পারায় বেশ স্বস্তিতে তিনি।

শুক্রবার (৩০ অগাস্ট) আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের জন্য ১৫ জনের দল দেয় বিসিবি। তাতে পেস আক্রমণে আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেনের সঙ্গে আছেন তাসকিন।

তিনি যে টেস্টের বিবেচনায় থাকবেন ক’দিন থেকে অনুশীলনেই তা আঁচ করা যাচ্ছিল। ল্যাঙ্গাভেল্টকে তাসকিনের সিম পজিশন, রানআপ নিয়ে আলাদা কাজ করতে দেখা গেছে। তাসকিন জানালেন নতুন কোচ মূলত তার ধারাবাহিকতা আনতে চাইছেন, ‘আসলে ধারাবাহিকতা, লাইন এবং লেন্থ সব কিছু নিয়েই নতুন কোচের সঙ্গে (ল্যাঙ্গেভেল্ট) কাজ করছি। প্র্যাকটিসগুলো খুব ভালো ছিল, সেই সঙ্গে ফিটনেসেও অনেক জোর দিচ্ছে। সবমিলিয়ে ভালো সেশনই হচ্ছে। আমরা যারা বোলাররা আছি সবাই তার কথামতো কাজ করার চেষ্টা করছি এবং ওরাও খুশি যে আমরা আসলে প্রয়োগ করতে পারছি।’

তাসকিন সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালে, সেই দক্ষিণ আফ্রিকা সফরে। তবে চলতি বছর নিউজিল্যান্ড সফরে ডাক পেয়েছিলেন, বিপিএলে পাওয়া চোটের কারণে যেতে পারেননি। এবার তাই দুই বছর পর টেস্ট খেলতে নামবেন তিনি। এবার ফেরাটা পূর্ণতা দিতে চান সুস্থভাবে মাঠে নেমে পারফর্ম করে, ‘অনেক ভালো লাগছে যে আবারো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ঢুকতে পেরেছি। এখন লক্ষ্য থাকবে আরো বেশি কষ্ট করা, নিজেকে ফিট রেখে জায়গাটাকে ধরে রাখা। সামনে টেস্ট ছাড়াও আরো যেসব খেলা আছে সেখানে যেন সুযোগ পেতে পারি। আমার যদি সুযোগ আসে তাহলে শতভাগ দিয়ে কাজে লাগানোর চেষ্টা করব।’

ইনজুরি সেরে বিশ্বকাপে জায়গা না পেলেও দীর্ঘ পরিসরের ক্রিকেটে গেল কদিন থেকেই ভালো করছেন তাসকিন। শুক্রবারও মিরপুরে অনুশীলন ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। প্রধান নির্বাচক জানালেন সব ঠিক থাকায় তাসকিনকেই বেছে নিয়েছেন তারা, ‘তাসকিন শেষ নিউজিল্যান্ড সফরের দলে ছিল। এরপর বিপিএলে ইনজুরির কারণে বাদ পড়ে। এরপর এখন ইনজুরি থেকে ফিরেছে বিসিবি একাদশের হয়ে। লঙ্গার ভার্সনের ক্রিকেটে যথেষ্ট ভালো করেছে ব্যাঙ্গালুরুতে। তার ইনজুরিতে এখন আপাতত সমস্যা নেই। তাই ওকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

Comments

The Daily Star  | English
US wants Bangladesh trade plan,

Bangladesh to push for tariff cuts in USTR talks in Washington today

Bangladesh has been engaged in negotiations to sign a tariff agreement with the US

57m ago