যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে শুরু বাংলাদেশের

Bangladesh Women's Cricket Team
Photo: ICC

নাহিদা আক্তার, জাহানারা আলম আর খাদিজাতুল কোবরার তোপে মাত্র ৪৬ রানে যুক্তরাষ্ট্রকে অলআউট করে দিয়েছিল বাংলাদেশ। পরে ৯ ওভারের মধ্যেই ওই রান তাড়া করে দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা।

বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেসে যাওয়ায় রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষেই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে নামে বাংলাদেশ।  তাতে অনুমিতই ভাবেই বিশাল জয় পেয়েছে সালমা খাতুনের দল। যুক্তরাষ্ট্রের করা ৪৬ রান তাড়া করে ৭০ বল হাতে রেখে বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে।

স্কটল্যান্ডের আরবোরাথে টস জিতে আগে ব্যাট করতে গিয়েছিল মার্কিন মেয়েরা। কিন্তু পেস-স্পিনের মিশেলে বাংলাদেশের বোলিং আক্রমণ একদমই সামলাতে পারেনি তারা।

ইনিংসের তৃতীয় ওভারে ইরিকা রেন্ডলারকে বোল্ড আর নাদিয়া গ্রুনিকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে জোড়া আঘাত দেন পেসার জাহানারা। দুই ওভার পর অধিনায়ক সিন্ধু শ্রেষ্ঠাকে তুলে নেন খাদিজা। শেবানি ভাস্করও ফেরেন কোবরার ঘূর্ণিতে। অনিকা ওয়েলারসন আর লিসা রামজিত পরপর রান আউট হলে মার্কিনিদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৮। এরপর তারা এগিয়েছে খুড়িয়ে খুড়িয়ে।

পাঁচে নেমে সুজাতা চন্দ্রশেখর কেবল যেতে পেরেছেন দুই অঙ্কে। তার ১৫ রানে ১৯ ওভার পর্যন্ত লড়াই চালিয়ে ৪৬ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র।

মামুলি লক্ষ্য তুড়ি বাজিয়েই তাড়া করে জিতেছে বাংলাদেশের মেয়েরা। ওপেনার সানজিদা সুলতানা ৩৪ বলে ৩০ রান করে আউট হন, আরেক ওপেনার আয়েশা রহমান করেন মাত্র ৮ রান। নিগার সুলতানা আর রিতু মনি মিলে খেলা শেষ করেন অনায়াসে।

সংক্ষিপ্ত স্কোর:

যুক্তরাষ্ট্র: ১৯.৫ ওভারে ৪৬ ( রেন্ডলার ৫  , গ্রুনি ১, শ্রেষ্ঠা ৪, ভাস্কর ৮, চন্দ্রশেখর ১৫, ওয়েলারসন ০ , রামজিত ২, রামুটার ৫, রাও ১, বেকফোর্ড ০, সারা ১* ; জাহানারা ২/৭, নাহিদা ৩/১২, খাদিজা ২/১০, সালমা ০/৬, ফাহিমা ০/৭, রিতু ১/৩ )

বাংলাদেশ: ৮.১ ওভারে ৪৮/২  (সানজিদা ৩০, আয়েশা ৮, নিগার ৫*, রিতু ১* ; সারা ০/১৪, বেকফোর্ড ০/৯, রামজিত ০/১১, ওয়েলারসন ০/৫, রামুটার ২/৯)

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: নাহিদা আক্তার।

 

Comments

The Daily Star  | English

RMG export to USA grows 14% in FY25

Bangladesh shipped $7.54 billion worth of apparel to the US in the last fiscal year

15m ago