উইন্ডিজের দিকে পাহাড় ঠেলে জয় দেখছে ভারত

প্রথম ইনিংসের ব্যর্থতাতেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে দারুণ বল করে ফিরতে পারত, কিন্তু আজিঙ্কা রাহানে আর হনুমা বিহারী সেই সম্ভাবনা রাখেননি। ক্যারিবিয়ানদের ঘাড়ে বিশাল রানে বোঝা চাপিয়ে বিরাট কোহলিরা অপেক্ষায় আছেন আরেকটি বড় জয়ের।

প্রথম ইনিংসের ব্যর্থতাতেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে দারুণ বল করে ফিরতে পারত, কিন্তু আজিঙ্কা রাহানে আর হনুমা বিহারী সেই সম্ভাবনা রাখেননি। ক্যারিবিয়ানদের ঘাড়ে বিশাল রানে বোঝা চাপিয়ে বিরাট কোহলিরা অপেক্ষায় আছেন আরেকটি বড় জয়ের।

জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংস ১১৭ রানে শেষ করার পর ভারত লক্ষ্য দিয়েছে বিশাল। দ্বিতীয় ইনিংসে নেমে আজিঙ্কা রাহানে আর হনুমা বিহারির ব্যাটে ৪ উইকেটে ১৬৮ রান করে ইনিংস ঘোষণা করে তারা। তাতে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৪৬৮ রান।

এত রান তাড়া করে জিততে হলে ক্যারিবিয়ানদের ভাঙতে হবে নিজেদেরই গড়া রান তাড়ার আগের বিশ্বরেকর্ড।

আগের দিনের ৭ উইকেটে ৮৭ রান নিয়ে নেমে আর বেশিক্ষণ টেকেনি উইন্ডিজ। টপাটপ টেল এন্ডারদের খুইয়ে অলআউট হয় তারা।

দ্বিতীয় ইনিংসে নেমে ভারত পায়নি ভালো শুরু। কেমার রোচ আর জেসন হোল্ডারের তোপে মাত্র ৫৪ রানেই ৪ উইকেট পড়ে যায় ভারতের। এরপরই শতরানের জুটি গড়ে বাকি পথ পাড়ি দেন বিহারি-রাহানে।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বিহারি এই ইনিংসেও ছিলেন চনমনে। কাজের সময়ে জ্বলে রাহানে দেখান দায়িত্ববোধ।

৪৬৭ রানের পাহাড় ডিঙাতে নেমে শেষ বিকালে নেমে দুই উইকেট খুইয়ে বসেছে জেসন হোল্ডারের দল। দুই ওপেনারকে তুলে নিয়ে ভারতকে জয়ের আভাস দিচ্ছেন ইশান্ত শর্মা আর মোহাম্মদ শামী।

অ্যান্টিগায় প্রথম টেস্ট জিতে এরমধ্যেই সিরিজে এগিয়ে আছে ভারত।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)

ভারত প্রথম ইনিংস: (আগের দিন ২৬৪/৫) ১৪০.১ ওভারে ৪১৬ (বিহারি ১১১, পান্ত ২৭, জাদেজা ১৬, ইশান্ত ৫৭, শামি ০, বুমরাহ ০*; রোচ ১/৭৭, গ্যাব্রিয়েল ০/৭৪, হোল্ডার ৫/৭৭, কর্নওয়াল ৩/১০৫, চেজ ১/৮, ব্র্যাথওয়েট ১/৮)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১১৭

ভারত দ্বিতীয় ইনিংস: ৫৪.৪ ওভারে ১৬৮/৪ (ডিক্লে) (রাহুল ৬, মায়াঙ্ক ৪, পূজারা ২৭, কোহলি ০, রাহানে ৬৪*, বিহারী ৫৪* ;  রোচ ৩/২৮, হোল্ডার ১/২০, রাহকিম ০/৬৮, গ্র্যাব্রিয়েল ০/১৮ , চেজ ০/০)

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতিয় ইনিংস :১৩ ওভারে ৪৫/২ (লক্ষ্য ৪৬৭) (ক্যাম্পবেল ১৬, ব্র্যাথওয়েট ৩, ব্রাভো ১৮*, ব্রুকস ৩* ; ইশান্ত ১/১৩,  বোমরাহ ০/১৬, শামি ১/১২)

Comments