কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

gun
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়ি সাইরার ডেইল এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ (২ সেপ্টেম্বর) ভোর পাঁচটায় র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি দেশিয় তৈরি বন্দুক ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নুরুল কাদের রানা ওই এলাকার নুরুল হকের ছেলে।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার কুখ্যাত দস্যু ছিলেন। গত ২৬ আগস্ট নোয়াখালীর হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা-বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা ছিলেন তিনি।”

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago