ফিফার দ্য বেস্ট সংক্ষিপ্ত তালিকাতেও মেসি-রোনালদো-ডাইক
উয়েফার বর্ষসেরা দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও ভার্জিল ভ্যান ডাইক। তাতে অবশ্য মেসি ও রোনালদোকে পেছনে ফেলে কদিন আগেই পদক জিতে নিয়েছেন ভ্যান ডাইক। এবার ফিফার বর্ষসেরা দ্য বেস্টের জন্য এ তিন তারকাই জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। সোমবার এ পুরস্কারের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
২০১৮-১৯ মৌসুমে দুর্দান্ত পার্ফরম্যান্সের কারণেই সেরা তিন জনের তালিকায় রয়েছেন এ তিন তারকা। মেসি ও রোনালদো এ তালিকায় এক দশকেরও বেশি সময় ধরে আছেন। তবে ভ্যান ডাইক এবারই প্রথম ঢুকেছেন। আর প্রথমবারেই বাজীমাতের খুব কাছাকাছি। কারণ এর আগে উয়েফার বর্ষসেরা নির্বাচিত হয়ে এর মধ্যেই নিজের আগমনী বার্তা দিয়েছেন বিশ্বকে।
সব মিলিয়ে লিভারপুলের জার্সিতে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন ভ্যান ডাইক। উয়েফার সেরা হয়েছেন। গত মৌসুমের প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে শেষ ৬৪ ম্যাচে তাকে ড্রিবলে কেউ পরাস্ত করে গোল করতে পারেনি। লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রেখেছেন মুখ্য ভূমিকা। জাতীয় দলের জার্সিতেও সফল। নেদারল্যান্ডসকে ন্যাশনস লিগের ফাইনালে ওঠানোর পেছনেও দারুণ ভূমিকা ছিল তার।
দ্য বেস্ট অ্যাওয়ার্ডের অন্যতম দাবিদার মেসিও। বরাবরের মতো গত মৌসুমটাও দারুণ কাটিয়েছেন বার্সেলোনা অধিনায়ক। ৫১ ম্যাচ খেলে গোল করেছেন ৫০টি। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন তিনি, স্প্যানিশ লিগের তো বটেই। ইউরোপের সেরা ফরোয়ার্ড হয়েছেন তিনি। তবে দলগত ভাবে ততোটা সফল হননি। ক্লাবের হয়ে জিতেছেন কেবল লিগ শিরোপা। যদিও ট্রেবল জয়ের খুব কাছাকাছি গিয়েছিল দলটি। তবে ব্যক্তিগতভাবে দুর্দান্ত সাফল্যের কারণে নিঃসন্দেহে জোর দাবী নিয়ে থাকছেন তিনিও।
গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন রোনালদোও। জুভেন্টাসের হয়ে সিরি এ শিরোপাসহ জিতেছেন উয়েফা সুপার কাপও। জাতীয় দলেও সফল। জিতেছেন দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা। নতুন চালু হওয়া উয়েফা ন্যাশনস লিগ জিতেছেন ভ্যান ডাইকের নেদারল্যান্ডসকে হারিয়ে। পুরো মৌসুমে ৪৩ ম্যাচ খেলে গোল করেছিলেন ২৮টি। তাই এ পর্তুগিজ তারকার হাতে দ্য বেস্ট অ্যাওয়ার্ড উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না।
Comments