এবার ক্রিকেটেও ‘ও ভাই’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও পরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে রাইড শেয়ারিং প্লাটফর্ম ‘ও ভাই’ এর নাম ঘোষণা করেছে বিসিবি। এই প্রথম বাংলাদেশের কোন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ক্রিকেটের সঙ্গে যুক্ত হলো।
৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ –আফগানিস্তান টেস্ট এবং ১৩ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়ে-আফগানিস্তান ও বাংলাদেশকে নিয়ে শুরু হবে টি-টোয়েন্টি আসর। দুই আয়োজনেই টাইটেল স্পন্সর থাকছে ‘ও ভাই।’ তাই সিরিজটির নাম হচ্ছে, ‘ও ভাই’ টেস্ট ও টি-২০ সিরিজ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আনিস আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে থাকতে পেরে তারা ভীষণ উচ্ছ্বসিত, ‘এই সিরিজের পার্টনার হিসেবে বিসিবির সঙ্গে থাকতে পেরে আমরা সম্মানিত। প্রত্যাহিক জীবনে যেভাবে ক্রিকেট একটা অংশ হয়ে গেছে, আমরাও ক্রিকেটের সমর্থন আরও বাড়াতে পাশে থাকতে চাই। ’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট। আর টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ শুরু হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টটির তিনটি ম্যাচ হবে চট্টগ্রামেও।
স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে যাত্রী শেয়ারিং সেবা দিয়ে ইতিমধ্যে ঢাকা শহরে পরিচিত পেয়েছে ‘ও ভাই’। প্রতিষ্ঠানটি এবার নিজেদের পরিচিতি ছড়িয়ে দিতে চাইছে সারা দেশেও।
টেস্ট ও ত্রিদেশীয় টি-২০ সিরিজের সূচি:
তারিখ/বার |
ম্যাচ |
ভেন্যু |
৫ সেপ্টেম্বর – ৯ সেপ্টেম্বর (একমাত্র টেস্ট) |
বাংলাদেশ-আফগানিস্তান |
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
১৩ সেপ্টেম্বর, শুক্রবার |
বাংলাদেশ-জিম্বাবুয়ে |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৪ সেপ্টেম্বর, শনিবার |
আফগানিস্তান-জিম্বাবুয়ে |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৫ সেপ্টেম্বর, রোববার |
বাংলাদেশ-আফগানিস্তান |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৮ সেপ্টেম্বর, বুধবার |
বাংলাদেশ-জিম্বাবুয়ে |
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২০ সেপ্টেম্বর, শুক্রবার |
আফগানিস্তান-জিম্বাবুয়ে |
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২১ সেপ্টেম্বর, শনিবার |
বাংলাদেশ-আফগানিস্তান |
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার |
ফাইনাল |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
Comments