কক্সবাজারে আগুনে ২ জনের মৃত্যু
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজারে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের বরাত দিয়ে আমাদের কক্সবাজার সংবাদদাতা জানান, নিহতরা হলেন- মুদি দোকানদার ফিরোজ আহমেদ (৫৩) ও ওই দোকানের কর্মচারী আনোয়ার হোসেন (১৬)।
ওসি জানান, গতরাত দেড়টার দিকে গর্জনিয়া বাজারের ফিরোজ আহমেদের মুদি দোকানে আগুন লাগে। এতে আশপাশের আরও চারটি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে রামু এবং কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন নিভে যাওয়ার পর ভোরের দিকে মুদি দোকান থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সাহায্য দেন।
Comments