নেইমার পিএসজি ছাড়লে এমবাপেও ছাড়ত: ওয়েঙ্গার

নানা নাটকের পর শেষ পর্যন্ত প্যারিস সেইন্ত জার্মেইতেই (পিএসজি) থাকার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। তাতে স্বস্তি মিলেছে ক্লাবটির। শুধু নেইমারকে ধরে রাখার স্বস্তিই নয়, সঙ্গে দলের বাকি তারকাদেরও ধরে রাখার ব্যাপারে এক ধাপ এগিয়ে গেলো দলটি। অন্যথায় নেইমারের পথ ধরে কিলিয়েন এমবাপের মতো বড় তারকাও পিএসজি ছাড়ত বলে মনে করেন সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।

নানা নাটকের পর শেষ পর্যন্ত প্যারিস সেইন্ত জার্মেইতেই (পিএসজি) থাকার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। তাতে স্বস্তি মিলেছে ক্লাবটির। শুধু নেইমারকে ধরে রাখার স্বস্তিই নয়, সঙ্গে দলের বাকি তারকাদেরও ধরে রাখার ব্যাপারে এক ধাপ এগিয়ে গেলো দলটি। অন্যথায় নেইমারের পথ ধরে কিলিয়েন এমবাপের মতো বড় তারকাও পিএসজি ছাড়ত বলে মনে করেন সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।

অনেক দিন থেকেই এমবাপের উপর চোখ রিয়াল মাদ্রিদের। তাকে পেতে চায় বেশ কয়েকটি ইংলিশ ক্লাবও। যদিও এ নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। এক নেইমার ইস্যুতেই সব ছাপিয়ে গিয়েছে। মৌসুমের শুরু থেকেই প্যারিস ছাড়ার বেশ চেষ্টা করেছিলেন এ ব্রাজিলিয়ান। কিন্তু শেষ পর্যন্ত পিএসজির উচ্চ চাহিদায় তাকে ফেরাতে পারেনি সাবেক ক্লাব বার্সেলোনা। আর এটাকে ফরাসী ক্লাবের বড় সার্থকতা মনে করছেন ওয়েঙ্গার।

বিইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েঙ্গার বলেছেন, 'যদি আপনি দলের সেরা দুই-একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেন তাহলে আমাদের বিশ্বের নিয়ম অনুযায়ী সে ধারাবাহিকতায় পরের বছর আরও খেলোয়াড় হারিয়ে ফেলবেন।' সরাসরি না বললেও এমবাপের দিকেই ইঙ্গিত দিয়েছেন তিনি।'

'আপনার কাছে অনেক টাকা থাকলেও, যে ধরণের খেলোয়াড় পার্থক্য গড়ে দেয় তাদের মতো খেলোয়াড় ধরে রাখা খুব কঠিন। যদি তোমার ভালো খেলোয়াড় থাকে, তাহলে তাদের ধরে রাখ। আমি মনে করি যে, সে (নেইমার) বিশ্বের সেরা একজন খেলোয়াড়। আমি খুশি যে সে থাকছে।' - নিজের যুক্তি উপস্থাপন করে আরও বলেন এ ফরাসী কোচ।

আর ফ্রান্সে যাওয়ার পর দারুণ সফলও নেইমার। মাত্র ৫৮ ম্যাচে গোল করেছেন ৫১টি। সঙ্গে রয়েছে ২৯টি এসিস্টও। যদিও ইনজুরির কারণে অনেকটা সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। অন্যথায় রেকর্ডটা আরও সমৃদ্ধ হতে পারতো। তাই নেইমারের মতো খেলোয়াড়কে ধরে নিঃসন্দেহে দারুণ সংবাদ পিএসজির জন্য।

অন্যদিকে নেইমারকে ধরে রাখার পাশাপাশি আরও বেশ কিছু দারুণ খেলোয়াড়কে দলে টেনেছে পিএসজি। ধারে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দিকে দলভুক্ত করেছে। রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সহায়তা করা গোলরক্ষক কেইলর নাভাসকেও কিনেছে। সব মিলিয়ে পিএসজি এ গ্রীষ্মে আট জন ফুটবলারকে দলভুক্ত করেছে তারা। নাভাস ও ইকার্দি ছাড়া যোগ দিয়েছেন আবদৌ দিয়ালো, ইদ্রিসা গুয়ে, পাবলো সারাবিয়া, মারসিন বুলকা, অ্যান্দর হেরেরা ও সের্জিও রিকো।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

2h ago