চিলি-আর্জেন্টিনা লড়াই গোলশূন্য ড্র

argentina vs chile
ছবি: এএফপি

নিষেধাজ্ঞার কারণে নেই লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি দলে রাখেননি সার্জিও আগুয়েরোকেও। চিলির বিপক্ষে আক্রমণভাগের এই দুই তারকার অনুপস্থিতি বেশ ভালোভাবে টের পেয়েছে আর্জেন্টিনা। পাওলো দিবালা-লাউতারো মার্তিনেজরা সুযোগ পেলেও জালের ঠিকানা খুঁজে নিতে পারেননি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গোলশূন্য ড্র হয়েছে আর্জেন্টিনা ও চিলির মধ্যকার প্রীতি ম্যাচটি। কোনো দলই লক্ষ্যভেদ করতে না পারলেও ম্যাচে বারবার উত্তেজনা ছড়িয়েছে ফুটবলারদের শারীরিক শক্তি প্রদর্শনের কারণে। দুদলেরই পাঁচজন করে মোট দশ খেলোয়াড় দেখেছেন হলুদ কার্ড।

ম্যাচে সুযোগ তৈরির বিচারে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তারা প্রতিপক্ষের গোলমুখে মোট ১১টি শট নেয় যার তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে, চিলি সবমিলিয়ে নেয় মাত্র তিনটি শট। তবে বল দখলের লড়াইয়ে আধিপত্য ছিল তাদেরই। ৫১ শতাংশ সময়ে বল পায়ে রাখেন অ্যালেক্সিস সানচেজ-এদুয়ার্দো ভারগাসরা।

এর আগে গেল জুলাইতে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলি ও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। ওই লড়াইয়ে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছিল ২-১ ব্যবধানে।

আগামী বুধবার পরের প্রীতি ম্যাচে মেক্সিকোকে মোকাবেলা করবে আর্জেন্টাইনরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল আটটায়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago