সব সমীকরণই এখন নাগালের বাইরে

ছবি: ফিরোজ আহমেদ

এই মুহূর্তেও যদি ইনিংস ঘোষণা করে দেয় আফগানিস্তান তাহলেও জিততে হলে তিনশর কাছাকাছি রান করতে হবে বাংলাদেশকে। চতুর্থ ইনিংস যা করতে হলে গড়তে হবে ইতিহাস। আবার দুইদিনেরও বেশি পড়ে থাকায় ড্র নিয়ে ভাবার তো প্রশ্নই আসে না। চট্টগ্রাম টেস্ট থেকে তাই ফল নিজেদের দিকে আনা বাংলাদেশের জন্য এখন প্রায় অসম্ভব।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে দারুণ ব্যাট চালিয়ে ৩৪ ওভারে আরও ১০০ রান যোগ করে আফগানিস্তান। এই সময়ে বাংলাদেশ নিতে পেরেছে কেবল আসগার আফগানের উইকেট। ফিফটি করে আসগার ফিরলেও সেঞ্চুরির পথে আছেন ওপেনার ইব্রাহিম জাদরান। ৪ উইকেটে ১৫৬ রান নিয়ে চা বিরতিতে গেছে আফগানরা। হাতে ৬ উইকেট রেখে এরমধ্যেই তাদের লিড হয়ে গেছে ১৯৩ রানের।

৩ উইকেটে ৫৬ রান নিয়ে লাঞ্চ সেরে নামার পর অনায়াসে ব্যাট চালাতে থাকেন ইব্রাহিম আর আসগর। বাংলাদেশের বোলাররা প্রচুর আলগা বল দিয়ে তাদের জুটি করেন আরও পোক্ত। উইকেট নিতে না পেরে হাঁপিয়ে উঠা সাকিব আল হাসানদের শরীরী ভাষাতেও দেখা মিলেছে নেতিবাচক সুর।

চতুর্থ উইকেটে ১০৮ রানের জুটির পর তাইজুলের বলে সাকিবকে ক্যাচ দিয়ে ফেরেন আসগর। এরপর আফসার জাজাইকে নিয়ে আরেকটি জুটিতে এগুচ্ছেন ইব্রাহিম। ১৯৩ বলে ৮২ রানে অপরাজিত এই ওপেনার আশায় আছেন প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়ার।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

48m ago