কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘ডাকাত’ নিহত

gun
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন তিন ডাকাত সদস্য নিহত হয়েছেন।

আমাদের কুমিল্লা সংবাদদাতা জানান, নিহতরা হলেন- বুড়িচং উপজেলার জগৎপুর গ্রামের অলি মিয়া (৪২), দেবীদ্বার উপজেলার চরবাকর গ্রামের বাবুল (৩৮) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের এরশাদ (২৬)।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, উপজেলার পীরযাত্রাপুরের কোমাল্লা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গতরাত আড়াইটার দিকে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দল পুলিশের ওপর গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে তিন ডাকাত গুরুতর আহত হন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে ওসিসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। নিহতদের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English
BDR protest Kakrail today

Cops use water cannons to disperse protesting dismissed BDR members in Kakrail

Police barred them when they were marching towards the chief adviser’s residence, Jamuna

51m ago