বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ২০
লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
নিহত ট্রাকচালক হলেন হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মামুন ইসলাম (৩৫)।
আহতদের হাতীবান্ধা উপজেলা ও লালমনিরহাট সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (৯ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক এবং পাটগ্রাম থেকে লালমনিরহাটগামী যাত্রীবাহী একটি মিনিবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলে ট্রাকচালকের মৃত্যু হয়। আহত হয়েছেন ট্রাকের হেলপারসহ বাসের ২০জন যাত্রী।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি আটক করা হয়েছে।
Comments