টেকনাফে পাহাড় ধসে ২ শিশু নিহত
ভারী বৃষ্টির পর সৃষ্ট পাহাড়ধসে কক্সবাজারের টেকনাফে আজ সকালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
নিহতদের মধ্যে মেহেদী হাসানের (৮) বাবার নাম রবিউল আলম মুন্না ও আলিফার (৫) বাবার নাম মোহাম্মদ আলম। টেকনাফ পৌরসভার পল্লানপাড়া এলাকায় তাদের বাড়ি।
টেকনাফ থানার ওসি প্রদিব কুমার দাস দ্য ডেইলি স্টারকে বলেন, বৃষ্টির পর সকাল ছয়টার দিকে পাহাড় থেকে মাটি ধসে বড়ির ওপর পড়ায় সেখানেই দুই শিশুর মৃত্যু হয়। এতে দুই পরিবারের আরও ১০ জন আহত হন।
ওসি আরও বলেন, গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে। যেকোনো সময় আবারও ধস নামতে পারে। এই অবস্থায় পাহাড়ের পাদদেশে যাদের বাড়ি রয়েছে তারা ঝুঁকির মধ্যে রয়েছেন।
Comments