শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আগেই নাম লিখিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে লড়াইটি ছিল শীর্ষস্থান পাওয়ার লড়াই। আর সে ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাহমুদুল হাসান জয়ের দারুণ এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে পা রেখেছে যুবারা।
bangladesh cricket team u-19
ফাইল ছবি: এসিসি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আগেই নাম লিখিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে লড়াইটি ছিল শীর্ষস্থান পাওয়ার লড়াই। আর সে ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাহমুদুল হাসান জয়ের দারুণ এক সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে পা রেখেছে যুবারা।

মঙ্গলবার মোরাতুয়ায় টস জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। মাহমুদুলের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় যুবারা। তবে তাকে দারুণ দারুণ সংগ্রহ দিয়েছেন তৌহিদ হৃদয়। তৃতীয় উইকেটে এ দুই ব্যাটসম্যান ১২১ রানের জুটি উপহার দেন। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৩ রান করে দলটি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১২৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন মাহমুদুল। ১৪০ বল মোকাবেলা করে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ৭৫ বলে ৪টি চারের সাহায্যে ৫০ রান করেন হৃদয়। শ্রীলঙ্কার পক্ষে ৫৪ রানের খরচায় ৩টি উইকেট দিলশান মাদুশাঙ্কা। ৩৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন আশিয়ান ড্যানিয়েল।

বাংলাদেশের দেওয়া ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তবে তৃতীয় উইকেটে কামিল মিশারা ও নিপুন দনাঞ্জয়া ৫৩ রানের জুটি গড়েন। তবে এ জুটি ভাঙতে আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। এরপর শেষ উইকেটে মাদুশাঙ্কাকে নিয়ে অবশ্য চেষ্টা করেছিলেন রোহান সঞ্জয়। ৪৮ রানের জুটিও গড়েন। কিন্তু তার লড়াই কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ১৪ বলে আগেই ২৪১ রানে গুটিয়ে যায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন সঞ্জয়। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া দনাঞ্জয়া ৩৬ রান করেন। বাংলাদেশের পক্ষে ৪৯ রানের খরচায় ৩টি উইকেট নেন রাকিবুল হাসান। এছাড়া ২টি করে উইকেট পান শরিফুল ইসলাম ও আশরাফুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ অবারে ২৭২/৭ (টানজিদ ১৭, মাহমুদুল ১২৬, পারভেজ ১০, হৃদয় ৫০, শামিম ২২, আকবর ১৪, শাহাদাত ১২, মৃত্যুঞ্জয় ৪*, রাকিবুল ৪*; ড্যানিয়েল ২/৩৯, মাদুশাঙ্কা ২/৫৪, উইজেসিংহে ০/২৭, সঞ্জয় ০/৪৭, নাদেশন ১/৭৬, পারানাভিথানা ১/৩০)।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: (পারানাভিথানা ১৭, মিশারা ৩৩, রাসান্থা ১৭, বিক্রমাসিংহে ৩৩, দনাঞ্জয়া ৩৬, থারিন্দু ২২, নাদেশান ০, উইজেসিংহে ১, সঞ্জয় ৪২, ড্যানিয়েল ৪, মাদুশাঙ্কা ১৩*; শরিফুল ২/৫০, শামিম ১/৩৯, মৃত্যুঞ্জয় ১/৩৮, আশরাফুল ২/৪৭, রাকিবুল ৩/৩৯)।

ফলাফল: বাংলাদেশ ৪২ রানে জয়ী।  

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago