সরাসরি কৃষকের থেকে কেনো ধান-চাল কিনছে না সরকার: হাইকোর্ট
অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালার আওতায় সরাসরি কৃষকের কাছ থেকে কেনো ধান-চাল কিনছে না সরকার, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
খাদ্য মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপের দায়েরকৃত রিটের ওপর আজ (১১ সেপ্টেম্বর) শুনানিতে অংশ নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা-২০১৭ এর সঙ্গে সামঞ্জস্য রেখে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল কিনতে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি হাইকোর্টের নির্দেশনা চেয়ে গত ১৮ আগস্ট রিটটি করা হয়েছিলো।
আরও পড়ুন:
Comments