পাকিস্তানে লঙ্কান দলের ওপর সন্ত্রাসী হামলার হুমকি

sri lanka
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: এএফপি

শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে খেলতে যাবে তো শ্রীলঙ্কা? এই মুহূর্তে ইতিবাচক কোনো উত্তর দেওয়ার উপায় নেই! জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, লঙ্কান সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে, পাকিস্তানে গেলে তাদের ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে। তাই তারা আবারও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে চায়।

এই সিরিজ আয়োজন নিয়ে জটিলতা কাটছেই না। প্রথম দফায় পর্যালোচনা পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। তারা রাজি হয় দল পাঠাতে। কিন্তু বেঁকে বসেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটাররা। নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করার পরও ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং টেস্ট টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা পাকিস্তানে যেতে অনাগ্রহের কথা কদিন আগেই বোর্ডকে জানিয়ে দেন। তাদের সঙ্গে সুর মেলান দলটির আরও আট খেলোয়াড়।

ফলে তাদেরকে বাইরে রেখে লাহিরু থিরিমান্নেকে ওয়ানডের এবং দাসুন শানাকাকে টি-টোয়েন্টির অধিনায়ক নির্বাচিত করে দুই ফরম্যাটের জন্য বুধবার (১১ সেপ্টেম্বর) দল ঘোষণা করা হয়। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার হুমকি পেয়েছে তারা। এমন ঘটনার প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে লঙ্কান বোর্ড। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ফের পর্যবেক্ষণ করতে চায় তারা।

এক বিবৃতিতে এসএলসি জানিয়েছে, ‘জাতীয় দলের প্রস্তাবিত পাকিস্তান সফরের আগে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি পুনর্মূল্যায়নের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আজ (বুধবার) শ্রীলঙ্কা সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।’

তারা যোগ করে বলেছে, ‘প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সতর্কতাসূচক বিজ্ঞপ্তি পাওয়ার পর এসএলসি এই সিদ্ধান্ত নিয়েছে।... বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান সফর চলাকালে শ্রীলঙ্কা দলের ওপর সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে।’

প্রস্তাবিত সফরে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবরের মধ্যে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচিতে, টি-টোয়েন্টি ম্যাচগুলো লাহোর। তবে লঙ্কান বোর্ড সন্ত্রাসী হামলার হুমকি পাওয়ায় পাকিস্তানের মাটিতে আদৌ এই সিরিজ গড়াবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। ওই ভয়াবহ ঘটনায় আহত হয়েছিলেন তাদের বেশ কয়েকজন ক্রিকেটার। এরপর গত দশ বছরে লাহোরে কেবল একটি টি-টোয়েন্টি ম্যাচই খেলেছে লঙ্কানরা। তাও প্রায় দুই বছর আগে, ২০১৭ সালের অক্টোবরে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago