গাজীপুরে মিনিস্টার ফ্রিজের কারখানায় আগুন

Gazipur fire
১৩ সেপ্টেম্বর ২০১৯, গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের ইলেন্ট্রনিক্সের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় আগুন লাগে। ছবি: স্টার

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের ইলেক্ট্রনিক্সের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, ধীরাশ্রম এলাকায় মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় আগুন নেভাতে জয়দেবপুর ও টঙ্গী দমকল বাহিনীর ছয়টি ইউনিটের কর্মীরা কাজ করছেন।

কারখানা ভবনের ছয়তলা গুদামে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানালেও তাৎক্ষণিকভাবে তিনি আগুন লাগার কারণ জানাতে পারেননি।

Comments

The Daily Star  | English

Uncovering the silent deaths of migrant women

In the shadows of booming remittance flows and the quiet resilience of Bangladesh’s labour diaspora, a disturbing reality persists: numerous Bangladeshi female migrant workers, particularly those employed as domestic help in Gulf countries, are returning home in coffins.

17h ago