এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারিতে সোনা জিতলেন রোমান

roman sana
রোমান সানা। ছবি: ওয়ার্ল্ড আর্চারি টুইটার

গত জুনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্যে দেখিয়ে ২০২০ টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়া রোমান সানার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। এশিয়া কাপ-ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-৩) রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতেছেন তিনি।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ফিলিপিন্সের ক্লার্ক সিটিতে ফাইনালে চীনের ঝেনকি শিকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতার সেরা হয়েছেন বাংলাদেশের রোমান। এর আগে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।

সোনা জেতার লড়াইয়ে প্রথম সেটে ২৮-২৮ পয়েন্টে ড্র করেন রোমান। দ্বিতীয় সেটে ২৯-২৬ ব্যবধানে হেরেই যান চীনা প্রতিপক্ষ শির কাছে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। তৃতীয় ও চতুর্থ সেটে জেতেন যথাক্রমে ২৭-২৫ ও ২৮-২৫ পয়েন্টে। শেষ সেটে হয় হাড্ডাহাড্ডি লড়াই। তবে ২৮-২৭ ব্যবধানে জিতে বিজয়ীর হাসি হাসেন রোমান।

এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে রোমান পরাস্ত করেছিলেন চীনের লি টাকে। তিনি জিতেছিলেন ৬-৪ সেট পয়েন্টে। কোয়ার্টার ফাইনালেও তার জয়টা ছিল দাপুটে। ৭-১ সেট পয়েন্টে রোমান হারিয়েছিলেন চাইনিজ তাইপের হুই ঝি ইয়াংকে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago