বেনাপোলে ভারতের ২ মুদ্রা পাচারকারী আটক
যশোরের বেনাপোলের আমড়াখালী এলাকায় গতরাতে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় দুইজন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ২৯ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়।
এরা হলেন- জিতেন্দ্র বিশ্বাসের ছেলে অশোক বিশ্বাস (৫০) এবং গোলাম মণ্ডলের ছেলে রাকেশ মণ্ডল (৪৫)।
অশোক পশ্চিমবঙ্গের গাইঘাটা থানার দেবীপুর গ্রাম এবং রাকেশ উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুর থানার বাসিন্দা।
বিজিবি-২১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালী এলাকায় গতকাল সন্ধ্যায় বিজিবির একটি দল অভিযান চালিয়ে রাকেশ মণ্ডলকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে ২৫ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। এরপর রাত সাড়ে নয়টার দিকে ওই এলাকায় আবারো অভিযান চালিয়ে অশোক বিশ্বাসকে আটক করে বিজিবি। তার কাছ থেকেও ৪ হাজার ৬শ’ মার্কিন ডলার পাওয়া যায়।
সেলিম রেজা জানান, এই দুজন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন। আটকের পর তাদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ডলার পাচার করে আসার কথা স্বীকার করেছেন রাকেশ ও অশোক। এরা আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী দলের সদস্য বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Comments