কোথায় ডুবে আছেন হাবিব?

habib wahid
হাবিব ওয়াহিদ। স্টার ফাইল ছবি

কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ কোথাও ডুবে আছেন। তার উত্তর পাওয়া যাবে কয়েকদিন আগে প্রকাশিত ‘ডুবে যাই’ শিরোনামের গানটিতে।

ফাওজিয়া সুলতানা পলির কথায় গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন হাবিব নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন ওসমান মিরাজ। এস এস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি।

গানের ভিডিওটির মডেল নীলাঞ্জনা নীল। সমুদ্র সৈকতে বেশ দেখা যাচ্ছে তাদের রসায়ন।

হাবিব ওয়াহিদ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সবসময় দর্শক শ্রোতাদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। সেই ভাবনা থেকেই গানটি করেছি। গানের কথা আমার কাছে ভীষণরকম ভালো লেগেছে। গানটার মধ্যে আলাদা একটা বিষয় আছে। সবমিলিয়ে ‘ডুবে যাই’ গানটা সবার কাছে ভালো লাগবে।”

Comments