ডেনলি সেঞ্চুরিবঞ্চিত হলেও ইংল্যান্ডের বড় লিড

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন জো ডেনলি। কিন্তু মাত্র ৬ রানের আক্ষেপে পুড়তে হলো তাকে। তবে ওভাল টেস্টের তৃতীয় দিনটা ঠিকই নিজেদের করে নিল ইংল্যান্ড। হাতে ২ উইকেট ও ৩৮২ রানের বড় লিড নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে তারা।
joe denly
জো ডেনলি। ছবি: এএফপি

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন জো ডেনলি। কিন্তু মাত্র ৬ রানের আক্ষেপে পুড়তে হলো তাকে। তবে ওভাল টেস্টের তৃতীয় দিনটা ঠিকই নিজেদের করে নিল ইংল্যান্ড। হাতে ২ উইকেট ও ৩৮২ রানের বড় লিড নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চালকের আসনে তারা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩১৩ রান তুলে দিনের খেলা শেষ করে ইংল্যান্ড। উইকেটে আছেন জোফরা আর্চার ৩ ও জ্যাক লিচ ৫ রানে। প্রথম ইনিংসে দলটি ৬৯ রানে এগিয়ে ছিল। এরপর ডেনলির ২০৬ বলে ক্যারিয়ার সেরা ৯৪ রানের ইনিংসে ভর করে ইংলিশদের লিডটা চারশো ছোঁয়ার কাছাকাছি।

আগের দিনের বিনা উইকেটে ৯ রান নিয়ে খেলতে নেমেছিল স্বাগতিকরা। প্রথম সেশনে তারা হারায় ২ উইকেট। লাথান লায়নের ঘূর্ণি বলে সাজঘরে ফেরেন ররি বার্নস ও অধিনায়ক জো রুট। একপ্রান্তে অনড় থাকেন ওপেনার ডেনলি। সঙ্গী হিসেবে পান বেন স্টোকসকে। দুজনে মিলে নির্বিঘ্নে কাটান দ্বিতীয় সেশন। ইংল্যান্ড চা বিরতিতে যায় ২ উইকেটে ১৯৩ রান নিয়ে।

শেষ সেশনে দ্রুতগতিতে রান তোলে দলটি। ৩১ ওভারে যোগ করে ১২০। তবে অসি বোলাররাও এসময় তুলে নেন ৬ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের শুরুটা স্টোকসকে দিয়ে। ১১৫ বলে ৬৭ রান করা এই বাঁহাতিকে নিজের তৃতীয় শিকার বানান লায়ন। ভাঙে ১২৭ রানের জুটি। এরপর ডেনলিকে হতাশ করেন পিটার সিডল।

প্রতিপক্ষ বোলারদের তোপের মাঝে উইকেটে গিয়ে মারমুখী ব্যাটিং করেন জস বাটলার। ৬ চারে সাজানো তার ৬৩ বলে ৪৭ রানের ইনিংসটারও ইতি হয় সিডলের ডেলিভারিতে। অসিদের হয়ে লায়ন ৩ উইকেট নেন ৬৫ রানে। ২টি করে উইকেট পান সিডল ও মিচেল মার্শ।

সংক্ষিপ্ত স্কোর: (তৃতীয় দিন শেষে)

ইংল্যান্ড প্রথম ইনিংস:  ২৯৪

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২২৫

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: (আগের দিন ৯/০) ৯১ ওভারে ৩১৩/৮ (বার্নস ২০, ডেনলি ৯৪, রুট ২১, স্টোকস ৬৭, বেয়ারস্টো ১৪, বাটলার ৪৭, কারান ১৭, ওকস ৬, আর্চার ৩*, লিচ ৫*; কামিন্স ১/৫৫, হ্যাজেলউড ০/৫৭, লায়ন ৩/৬৫, সিডল ২/৫২, মার্শ ২/৪০, লাবুশেন ০/২৬)।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago