প্রয়োজনে আমি নিজে ওসিগিরি করব: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আজ বলেছেন পুলিশের কাছ থেকে জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনে তিনি থানার ওসির ভূমিকা পালন করবেন।
তিনি বলেছেন, থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে থানাকে জনবান্ধব করার জন্য নিজে ওসির দায়িত্ব পালন করব। আমি সিনিয়র অফিসারদের বলেছি, তারা থানায় বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন।
মানুষের কষ্টের কথা শুনতে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা সপ্তাহে অন্তত একদিন থানায় বসবেন বলেও জানান ডিএমপি কমিশনার।
দায়িত্ব নেওয়ার পর আজ রোববার প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার। ডিএমপির মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।
থানায় সাধারণ ডায়েরি ও মামলা করতে যাওয়া সাধারণ মানুষের হয়রানির প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন যে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। “থানা থেকে ফেরার পথে যেন মানুষের মধ্যে এ আস্থা জন্মায় যে, আমি সম্পদ ও সম্মান ফিরে পাব—এই একটা বিশ্বাস নিয়ে সে যেন ফেরত আসতে পারে,” উল্লেখ করেন তিনি।
রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে জনগণের কাছে সহায়তা প্রত্যাশা করে তিনি বলেন, মানুষ আর চাঁদাবাজি ও হয়রানির শিকার হবেন না।
Comments