দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সতর্কবার্তা দিয়েছেন।
সোমবার বিআরটিসি সম্মেলন কক্ষে সংস্থার কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক নয়, প্রশাসনিক ও আইনি ব্যবস্থাও নেয়া হবে।
অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে দলের শৃঙ্খলা ভঙ্গকারীরা যত প্রভাবশালী নেতাই হোক না কেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি নিয়েছেন বলে উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।
তিনি জানান, দলের নেতা-কর্মীদের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব সেল ও গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন অভিযোগ আসছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
ছাত্রলীগ নিয়ে মন্ত্রী বলেন, সংগঠনের দুই শীর্ষ নেতাকে অব্যাহতি দিয়ে প্রধানমন্ত্রী নতুন কমিটি করে দিয়েছেন এবং তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা তিনিই ভালো জানেন।
যুবলীগ সম্পর্কে কাদের জানান, সংগঠনটি নিজেদের সংশোধন করার ব্যবস্থা হিসেবে একটি ট্রাইবুনাল গঠন করেছে। তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসন উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আসনটি জাপাকে ছেড়ে দেয়ার বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
Comments