চোট কাটিয়ে বরুশিয়ার বিপক্ষে নামছেন মেসি

চোটের কারণে নতুন মৌসুমে একটা ম্যাচেও মাঠে নামা হয়নি লিওনেল মেসির। সুখবর হলো কাফ মাসলের সেই চোট সেরে গেছে। ফিটনেস নিয়ে নেই আর কোনো সংকট। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই মেসিকে পাচ্ছে বার্সেলোনা। ইউরোপ সেরার আসরে নিজেদের প্রথম ম্যাচের আগেই সেরা তারকাকে ফিট ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্টরা।
lionel messi
অনুশীলনে মেসি। ছবি: এএফপি

চোটের কারণে নতুন মৌসুমে একটা ম্যাচেও মাঠে নামা হয়নি লিওনেল মেসির। সুখবর হলো কাফ মাসলের সেই চোট সেরে গেছে। ফিটনেস নিয়ে নেই আর কোনো সংকট। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেই মেসিকে পাচ্ছে বার্সেলোনা। ইউরোপ সেরার আসরে নিজেদের প্রথম ম্যাচের আগেই সেরা তারকাকে ফিট ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্টরা।

গত ৫ অগাস্ট অনুশীলনে কাফ মাসলে চোট পান মেসি। শুরুতে গ্রেড ওয়ান মাত্রার চোট থাকলেও পরে তা বেড়ে যায়। এই চোটের ফেরেই বার্সা অধিনায়ক লা লিগায় নামতে পারেননি অ্যাথলেটিক বিলবাও, রিয়াল বেতিস ও ওসাসুনার বিপক্ষে।

মেসিকে ঝুঁকিমুক্ত রাখতে কোচ আর্নেস্তো ভালভার্দে তাকে খেলাননি ভ্যালেন্সিয়ার বিপক্ষেও। স্প্যানিশ লা লিগার এতগুলো ম্যাচ মিস করলেও চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকেই মাঠে পাওয়া যাচ্ছে মেসিকে। আগের দিন পুরোদমে অনুশীলন শুরুর পর নতুন কোনো সমস্যা দেখা না যাওয়ায় মেসির খেলার ব্যাপারে বাড়তে থাকা আশা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সেই আশাই বাস্তবে রূপ নিল। বার্সা নিজেদের টুইটার পেজে জানিয়ে দিল, মঙ্গলবার রাতের ম্যাচে নামছেন মেসি। বরুশিয়ার বিপক্ষে তাই সেরা একাদশই নামাতে যাচ্ছে বার্সেলোনা। তবে ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিকে নিয়ে আছে কিছুটা শঙ্কা।

বার্সেলোনাকে শিরোপা জেতাতে না পারলেও সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ দারুণ কেটেছিল মেসির। আসরের সবচেয়ে বেশি ১২ গোল এসেছিল তার পা থেকে। এবারও আসরের একদম শুরু থেকেই দেখা যাবে মেসির জাদু।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

Now