বিষ দিয়ে পাখি হত্যা: মিল মালিককে নোটিশ, হত্যাকারীকে জরিমানা
লালমনিরহাটের কুলাঘাট রোডের আপনপাড়া এলাকায় খাবারে বিষ মিশিয়ে নানা প্রজাতির পাখি হত্যার ঘটনায় সিটি রাইস মিল চাতালের মালিক আবুল কাশেমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
গত নয় বছর ধরে অবৈধভাবে ওই মিল চাতালটি চালানোর বিষয়ে আগামী সাতদিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
এর আগে, পাখি হত্যার দায়ে গত শনিবার রাতে ওই চাতালের ভাড়াটে ধান-চাল ব্যবসায়ী মানিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রংপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিহির লাল সর্দার দ্য ডেইলি স্টারকে জানান, তিনি সোমবার বিকালে সিটি রাইস মিল চাতালটি পরিদর্শন করেছেন। সেসময় এর এর মালিক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
গত নয় বছর ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, “নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাতদিনের মধ্যে জবাব দিতে না পারলে তাদের মোটা টাকা জরিমানা অথবা প্রতিষ্ঠানটি সিলগালা করে দিবে পরিবেশ অধিদপ্তর।”
“যেহেতু ভ্রাম্যমাণ আদালত পাখি হত্যাকারী চাতালের ভাড়াটে ধান-চাল ব্যবসায়ী মানিক মিয়ার জরিমানা করেছেন, তাই পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে কোনো মামলা করছে না,” বলেন তিনি।
জানা যায়, গত কয়েকবছর ধরে লালমনিরহাটের মহেন্দ্রনগর এলাকার ধান-চাল ব্যবসায়ী মানিক মিয়া আবুল কাশেমের কাছ থেকে সিটি রাইস মিল চাতালটি ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন।
শনিবার সকালে তিনি (মানিক মিয়া) ওই চাতালে খাবারে বিষ মিশিয়ে ঘুঘু, চড়ুই, কবুতরসহ নানা প্রজাতির শতাধিক পাখি নিধন করেন। এসময় স্থানীয় লোকজন চাতালের আশেপাশে মৃত পাখি দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পাখি হত্যাকারীদের বিরুদ্ধে রুখে দাড়িয়ে তারা প্রতিবাদ করেন। দাবী তুলেন দৃষ্টান্তমুলক শাস্তির।
শনিবার রাতেই জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসীন কবীর পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে পাখি হত্যাকারী ধান-চাল ব্যবসায়ী মানিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয় অধিবাসী আজিজার রহমান জানান, পাখি হত্যার ঘটনায় তারা ভীষণ কষ্ট পেয়েছেন। এই জঘন্য ঘটনা তাদের বিবেককে নাড়া দিয়েছে।
Comments