নির্মাণের এক বছর পর...

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া বাজার এলাকায় উপজেলা সংযোগ সড়কের প্রায় ৫০ মিটার নিচের মাটি সরে যাওয়ায় গাইড ওয়ালটি ধসে পড়ে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) কলাপাড়ায় এই সড়কটি মাত্র এক বছর আগে তৈরি করে। যেকোনো সময় মূল সড়কটি ধসে উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কলাপাড়া উপজেলার এলজিইডির প্রকৌশলী আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে আজ (১৭ সেপ্টেম্বর) জানান, এ বছর নদীতে তীব্র স্রোতের কারণে গাইড ওয়ালের পাশে ২০ ফুটের মতো গর্ত সৃষ্টি হলে সড়কের গাইড ওয়ালটি ভেঙে পড়ে।
তিনি আরো জানান, উপজেলা পরিষদে আজ বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হবে। ছবি দুটি গত ১২ সেপ্টেম্বর তুলেছেন দ্য ডেইলি স্টারের পটুয়াখালী সংবাদদাতা সোহরাব হোসেন।
Comments